আপডেট নিউজ ডেস্ক: পবিত্র মক্কা নগরী বাদে সৌদি আরবের অন্যান্য প্রদেশে কারফিউ শিথিল করা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে পুরো দেশজুড়ে ২৪ ঘণ্টার কারফিউ জারি করেছিল সৌদি আরব।
সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ এক আদেশে মক্কা ছাড়া অন্যান্য প্রদেশের কারফিউ শিথিলের ঘোষনা দেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি এক প্রতিবেদনে এ খবর জানায়।
রমজান মাসে রোজাদারদের নিত্যপ্রয়োজনীয় পণ্য আরও সহজলভ্য করতে এবং মানুষের জীবন যাপনকে আরও সহজতর করতেই বাদশাহর কারফিউ শিথিলের এই নির্দেশ।
আজ রোববার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সব অঞ্চলের বাসিন্দা ঘরের বাইরে যেতে পারবেন। তবে মক্কায় ২৪ ঘণ্টার কারফিউ বহাল থাকবে। আগামী ১৩ মে পর্যন্ত কারফিউল শিথিল থাকবে।
একই আদেশে ২৯ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত কিছু অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রম আবার চালু হবে। ৬ থেকে ২০ রমজান পর্যন্ত শপিং মল, পাইকারি ও খুচরা দোকানপাট খোলা থাকবে।সৌদি আরবে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১৬ হাজারের বেশি মানুষ এবং মৃত্যু ১৩৬ জনের।