বরগুনা প্রতিনিধি:: বরগুনায় জ্বর, শ্বাসকষ্ট নিয়ে এক যুবক মারা গেছেন। সোমবার সকালে নিজ বাসায় জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মারা যান তিনি। নিশাত বরগুনা পৌরশহরের ক্রোক এলাকার বাসিন্দা।

বরগুনার সিভিল সার্জন ডাক্তার হুমায়ূন হাসান শাহিন জানান, গত তিন দিন ধরে জ্বরে আক্রান্ত হয়ে নিজ বাসায় চিকিৎসা নিয়েছিলেন নিশাত। পরে সোমবার সকালে শ্বাসকষ্ট শুরু হয়ে মারা যান। খবর পেয়ে তার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ।

এ দিকে গত ৯ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত ৩০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় বরগুনায়। এর মধ্যে মারা গেছেন দুইজন আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন চারজন। আক্রান্তদের মধ্যে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আছেন ১০ জন আর নিজ নিজ বাড়িতে চিকিৎস্যা নিচ্ছেন ১৪ জন।