আপডেট নিউজ ডেস্ক: বিশ্বের অন্যান্য দেশের মত ভারতেও ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাস ক্রমেই ভয়াবহ রূপ ধারণ করছে। দেশটিতে সোমবার করোনায় আক্রান্ত হয়ে ৬২ জনের মৃত্যু হয়েছে, যা দেশটিতে একদিনে সর্বোচ্চ। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছে আরো ১ হাজার ৫৪৩ জন। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে।
বৈশ্বিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী দেশটিতে এখন পর্যন্ত মোট ২৯ হাজার ৪৫১ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৯৩৯ জনের। সুস্থ হয়ে উঠেছে ৭ হাজার ১৩৭ জন।
দেশটিতে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে মহারাষ্ট্র রাজ্যে। সেখানে বর্তমানে করোনায় আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৬৮ জন। মৃত্যু হয়েছে ৩৪২ জনের।
মৃত্যু ও আক্রান্তের দিক থেকে মহারাষ্ট্রের পরেই গুজরাট ও মধ্যপ্রদেশের অবস্থান। গুজরাটে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৩০১ এবং সেখানে মৃত্যু হয়েছে ১৫১ জনের। মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ ও বিহারেও করোনার প্রকোপ বাড়ছে৷ এই পাঁচ রাজ্যে নতুন আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে।
এদিকে, উড়িশ্যায় নতুন করে সাতজনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে এবং একজনের মৃত্যু হয়েছে। সেখানে আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ১১৮।
পুরো ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়াদের ৮০ ভাগই মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ, দিল্লি এবং রাজস্থানের। এসব রাজ্যে ৭৪১ জনের মৃত্যু হয়েছে, যেখানে পুরো ভারতেই মৃত্যুর সংখ্যা ৯৩৪।