আপডেট নিউজ ডেস্ক: চীনের উহান শহরের ল্যাবরেটরি থেকেই করোনাভাইরাস ছড়িয়ে পড়ার প্রমাণ পেয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।আজ শুক্রবার হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেন, ‘আপনার কাছে এমন কোনো প্রমাণ আছে যে, উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি থেকেই এই ভাইরাস ছড়িয়েছে?’জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমার কাছে প্রমাণ আছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ‘মার্কিন কর্তৃপক্ষ এটিকে (ল্যাব থেকে ভাইরাস আসার সম্ভাবনা) খুব গুরুত্বের সঙ্গে দেখছিল।’এটি কোথায় আছে তা আমরা দেখতে যাচ্ছি, এটি কোথা থেকে এসেছে তা আমরা দেখতে যাচ্ছি,’ বলেন ট্রাম্প।যুক্তরাজ্যভিত্তিক মেট্রো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সংবাদ সম্মেলনে চীনের পক্ষ নেওয়ার অভিযোগ তুলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তীব্র সমালোচনা করেন ট্রাম্প।