আন্তর্জাতিক:: ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত ৩৭ হাজার ছাড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ১২শ’র বেশি।

দ্য হিন্দুর আজ শনিবার সকালের আপডেট অনুযায়ী, দেশটিতে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩৭ হাজার ১০৪ জন। মারা গেছেন ১ হাজার ২১৪ জন।করোনার বিস্তার ঠেকাতে রেড, অরেঞ্জ এবং গ্রিন জোন নির্বিশেষে ভারতজুড়ে আগামী ১৭ মে পর্যন্ত বিমান পরিবহন, ট্রেন ও মেট্রো চলাচল, ব্যক্তিগত আন্তঃরাজ্য চলাচল, সমস্ত ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।এ সময় বন্ধ থাকবে স্কুল, কলেজ, প্রশিক্ষণ, কোচিং সেন্টার, শপিং মল, রেস্তোরাঁ, সিনেমা হল, জিম।

এদিকে বিতর্ক সত্ত্বেও করোনার চিকিত্‍‌সায় এই মুহূর্তে প্লাজমা থেরাপি বন্ধ করে দেওয়ার প্রশ্ন নেই বলে জানিয়ে দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।শুক্রবার সাংবাদিকরা এ বিষয়ে প্রশ্ন করলে কেজরিওয়াল বলেন, প্লাজমা থেরাপির প্রাথমিক ফলাফল এখন পর্যন্ত ভালো। সংকটজনক করোনা রোগীর ক্ষেত্রে ক্লিনিক্যাল ট্রায়াল হিসেবে প্লাজমা থেরাপি চলবে।

অন্যদিকে বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৩ লাখ ৪৩ হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ২ লাখ ৩৮ হাজার ৫০০ জনের।