করোনাভাইরাসের কারণে ভারতে আটকে পড়া ২২১ জনকে বাংলাদেশ বিমানের দুইটি বিশেষ ফ্লাইটে নিয়ে আসা হয়েছে।

রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল-আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেল ৫ টায় বাংলাদেশ বিমানের দুইটি বিশেষ ফ্লাইটে ২২১ জন বাংলাদেশিকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

যাত্রীদের মধ্যে কলকাতা থেকে ৫৯ জন ও মুম্বাই থেকে ১৬২ জন ফিরেছেন।