বরিশাল নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছয়টি প্রতিষ্ঠানকে ৪৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
নগরীর কাটপট্টি থানা সড়কের মেডিসিন মার্কেটে অভিযানের সময় বেশ কয়েকটি মিডিসিন প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। পরে সেসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
এর আগে নগরীর তালতলী এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। সেখানে মূল্য তালিকা না থাকা ও অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির অপরাধে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান বলেন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি মেডিসিন ব্যবসা প্রতিষ্ঠানসহ ছয়টি প্রতিষ্ঠানকে ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।