পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীতে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে একজনের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় পটুয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসাপতালে তার মৃত্যু হয়।
মৃত ৫০ বছর বয়সী ওই ব্যক্তি শহরের আদালত পাড়ার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের পরিচালক ডা. মো. আব্দুল মতিন।
কাউন্সিলর মো. জাহিদ হোসেন জানান, ১০-১২ দিন ধরে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন ওই ব্যক্তি। কিন্তু কোনো চিকিৎসকের পরামর্শ না নিয়ে তাকে বাড়িতে চিকিৎসা দেন স্বজনরা। বুধবার সন্ধ্যায় বেশি অসুস্থ হলে ওই ব্যক্তিকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে নেয়ার কিছুক্ষণ পরেই তিনি মারা যান।
এদিকে জেলায় এ পর্যন্ত পুলিশ, চিকিৎসক, শিক্ষকসহ ৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন পটুয়াখালীর সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম।