অনলাইন ডেস্ক :: নিত্যপণ্যের যে মজুদ আছে তাতে করে আগামী ৪ মাস সরবরাহ ও দামে কোন প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি।
বৃহস্পতিবার সচিবালয়ে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, রেলে ভারত থেকে পণ্য আমদানির জন্য ৪টি রুট ঠিক করা হয়েছে। সেগুলো হলো হিলি, বিরল, দর্শনা, বেনাপোল।
 
করোনা সংক্রান্ত কারণে কাউকে চাকরি থেকে ছাঁটাই করা যাবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, পোশাক কারখানায় যারা কাজে যোগ দিতে পারেননি তাদেরকে ৬৫ শতাংশ বেতন আর যারা কাজ করেছেন তাদের সম্পূর্ণ বেতন দেয়া হচ্ছে।
শপিংমল খোলা প্রসঙ্গে তিনি বলেন, শপিংমল খোলার বিষয়ে কোন কঠোরতা নেই। যারা চাইবে না তারা খুলবে না।