নিজেস্ব প্রতিবেদক।। বরিশালের মুলাদী সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চরলক্ষীপুর গ্রামের মসাইফুল ইসলাম বয়াতীর স্ত্রী ছয় মাসের অন্তসত্বা একই এলাকার প্রতিবেশি মোসারফ বয়াতী তার
স্ত্রী ও কন্যারা মিলে মারধরের ঘটনা ঘটে। গত ৭ মে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় চরলক্ষীপুর গ্রামে প্রতিবেশি মোসারফ বয়াতীর সাথে পূর্ব থেকে
জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল, সালিশ মিমাংসা হইলে বিবাদী মোসারফ বয়াতী
সালিশ মিমাংসা না মানিয়া, মোসারফ বয়াতী পাশাপাশি ঘরের মধ্যে দিয়ে চলাচলের
রাস্তায় উপর বিভিন্ন অপ্রয়োজনীয় জিনিস ফেলে রাস্তা নষ্ট করে রাখত প্রায়
সময়। ঘটনার দিন এইক ভাবে রাস্তার উপর ময়লা ফেলে রাখলে, সাইফুল বয়াতীর
তাতে বাধা দিলে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মোশরফ বয়াতী নিজের ঘরে থাকা দা ও সাবল দিয়ে সাইফুল বয়াতীর ঘরের বেড়া কুপিয়ে ফেলে, ঘরের ভিতর থেকে সাইফুল বয়াতীর অন্তসম্বা স্ত্রী কাজল বেগম বাধা দিলে, মোসারফ বয়াতী তার স্ত্রী ও কন্যা মিলে অন্তসত্বা স্ত্রীকে মারধর করে। সাইফুল বয়াতীর ডাকচিৎকারে প্রতিবেশি আসিলে মোসারফ বয়াতীরা সবাই চলে আসে। পরে
স্থানীয় প্রতিবেশীরা অন্তসত্বা কাজল বেগমকে উদ্ধার করে মুলাদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ৮ মে সাইফুল বয়াতী ৪জন আসামী করে মুলাদী থানায় একটি অভিযোগ দায়ের করে।