দীন মোহাম্মাদ দীনু,বাকেরগঞ্জ::
বাকেরগঞ্জের গারুড়িয়া ইউনিয়নের ডিংঙ্গার হাট বাজার থেকে অবৈধ উপায়ে রেনু পোনা পাচার কালে আজ শনিবার  সকাল ৬ টায় একটি পিক আপ আটক করে এলাকাবাসী।

আটক পিক আপ ড্রাইভার পালিয়ে যায়।স্থানীয় জনসাধারণ এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার জনাবা মাধবী রায় কে জানালে তিনি সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিষ্ট্রেট , বাকেরগঞ্জ মোঃ তরিকুল ইসলাম এর নেতৃত্বে উপজেলা মৎস্য কর্মকর্তা রাকিব হাসান কে ঘটনা স্থলে পাঠান।কর্মকর্তাদ্বয় কর্তৃক উল্লিখিত স্থানে গিয়ে পিক আপ সহ ০৪ টি ড্রাম জব্দ করা হয়।পরবর্তিতে ড্রামের রেনু পোনা ও লার্ভি গুলো স্থানীয় তুলাতুলি নদীতে অবমুক্ত করা হয়।

এ প্রসংগে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ তরিকুল ইসলাম বলেন, মৎস্য হ্যাচারি আইন ২০১০ মোতাবেক রেনু পোনা নিবন্ধন ব্যাতিত কোন হ্যাচারি এর উৎপাদন,পরিবহন ও বিপনন করতে পারবে না।এছাড়া মৎস্য রক্ষা ও সংরক্ষ্ণণ আইন ১৯৫০ মোতাবেক রেনু পোনা বা অতি ক্ষুদ্রাকৃতির মাছ মারা বা বিক্রয় আইনত দণ্ডনীয় অপরাদ। সুতরাং এ ধরণের অপরাধ থেকে দূরে থাকার জন্য তিনি সবাইকে অনুরোধ করেন।