নিজস্ব প্রতিবেদক:: মাদারীপুর জেলার চরমুগুরিয়ার ঐতিহ্যবাহী নিদর্শন প্রাকৃতিক বানর।মাদারীপুর সৃষ্টির লগ্ন থেকে বানর গুলো অবাধে চলাচল করে আসছে। কারো কোনো ক্ষতি করেছে এমন কোন নজির আমরা দেখি নি। মাঝেমধ্যে খাদ্যের তাগিদে বানর গুলো এলাকাবাসীদের উত্তপ্ত করে থাকে। এই উত্তপ্ত করা শুধুমাত্র নিতান্ত কোন উপায় না পেয়ে। সরকার কর্তৃক অনেকবার তাদের খাদ্য জোগানের জন্য তহবিল ধার্য্য করলেও তার সঠিক ব্যবহার আমাদের চোখে পড়ে নি। বরং কে বা কারা বানর গুলো নিধনের জন্য বিষ প্রয়োগ করে অসংখ্য বানর হত্যা করেছে।আমরা ‘ধ্রুবতারা পরিবার’ ঐসকল বানর খুনিদের গ্রেফতার করে শাস্তির দাবি জানাচ্ছি।

এমন নিন্দনীয় ঘটনার তীব্র প্রতিবাদ জানাই।বানর গুলোর খাদ্য জোগানে আমরা একত্রিত হয়ে সবাই এগিয়ে আসি। মাদারীপুরে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে নিষ্ঠুরভাবে ১৫টি বানরকে হত্যা করা হয়েছে।মঙ্গলবার বিকালে মাদারীপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের মধ্যখাগদি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার সকালে সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছে বন বিভাগ।এমন নির্মম ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছে।

মাদারীপুর সামাজিক বন বিভাগের দায়িত্বরত কর্মকর্তা ইদ্রিস মিয়া বলেন, চরমুগরিয়ায় দুই থেকে আড়াই হাজার বানর বসবাস করে।বন বিভাগের পক্ষ থেকে নিয়মিত বানরগুলোকে খাবারও দেয়া হয়। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মিঞা বলেন, ঘটনাটি তদন্ত করে দেখছি।