নিজস্ব প্রতিবেদক ॥
বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের ইউপি সদস্য হাবিবুর রহমান টিপু’র দাপটে কোনঠাসা হয়ে পড়ছে আ’লীগ। ক্ষমতা বদলের সাথে সাথে দল পাল্টে নেতা বনেযায় টিপু।
সূত্রমতে চরবাড়িয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ২০০৩ সালের জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করনে।
সেই একই টিপু ৪নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করছেন। দলীয় প্রভাব খাটিয়ে ইউপি সদস্য নির্বাতিত হয়ে ধরাকে সরাজ্ঞান করছেনা টিপু।
সম্প্রতি টিসিবির পণ্য আনতে গেলে ক্রেতাদের সাথে খারাপ আচরণ করার একাধীক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ত্রাণ বিতরণে অনিয়ম করে পার পেলেও টিসিবির পণ্য বিক্রিতে প্রভাব খাটানো ও ক্রেতাদের বের করে দেয়ার অভিযোগে বিভিন্ন গনমাধ্যমে বার বার শিরোনামে উঠে এসেছে টিপুর অনৈতিক প্রভাব খাটানোর তথ্য। এরপর হতে মুখ খুলতে শুরু করেছে এলাকাবাসী।
স্থানীয় খান বাড়ীর সেকান্দার আলী খান’য়ের পুত্র নেয়ামত হোসেন বলেন, ‘গত সোমবার ১২টার দিকে সাপনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে টিসিবির পণ্য ক্রয় করতে আসি। স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান টিপু আমাকে লাইন থেকে বের করে দিলে কথা কাটাকাটি হয়। একপর্যায় টিপু মেম্বার ও তার সহযোগীরা আমাকে মারধর করে।
এব্যাপারে ইউপি সদস্য হাবিবুর রহমান টিপু বলেন,‘ ২০০৬ সালে আমি আ’লীগে যোগদান করেছি, আমি ২বারের নির্বাচিত ইউপি সদস্য, আমি কোন অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত নই।’