জিয়া উদ্দিন সিদ্দিকী, আমতলী (বরগুনা) প্রতিনিধি::
সরকারি নির্দেশনা মেনে বরগুনার আমতলী উপজেলার পৌরশহরসহ বিভিন্ন হাট- বাজারে দোকানপাট খোলা হয়েছে। কাপড়ের দোকান, গার্মেন্টস, কসমেটিক্স, জুতা ও ইলেক্ট্রনিক্সের দোকানে দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়। বিশেষ করে কাপড়ের দোকান ও ফুটপাতের দোকানগুলোতে সবচেয়ে বেশি ভিড় লক্ষ করা গেছে। ক্রেতাদের মধ্যে শতকরা ৮০% নারী। আর এসব দোকানে অধিকাংশ ক্ষেত্রেই মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। যদিও বিক্রেতারা বলছেন, সব ধরনের স্বাস্থ্যবিধি মেনেই তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন।
এদিকে ক্রেতাদের মধ্যে করোনা আতঙ্ক থাকলেও থেমে নেই তাদের কেনাকাটা। তারা দলবলে ও পরিবারের লোকজন নিয়ে বিভিন্ন দোকানে ও মার্কেটগুলোতে ভিড় করছেন। এদের মধ্যে শতকরা ৮০% মহিলা ক্রেতা। অনেক ক্রেতা জানান, তারা সব ধরনের স্বাস্থ্য বিধি মেনেই ঈদে সন্তান ও পরিবারের জন্য নতুন জামা কাপড় কিনতে এসেছেন।
ক্রেতা মোসাঃ আলেয়া বেগমের বলেন, ঈদে তার বাচ্ছা ও পরিবারের সকলের জন্য নতুন জামা কাপড় কিনতে আমতলী এসেছেন। সামাজিক দূরত্ব মানছেন না কেন? যানতে চাইলে উত্তরে বলেন, আল্লাহর রহমতে আমাদের কিছুই হবে না।
আকন বস্ত্রালয়ের মালিক কামাল আকন বলেন, সামাজিক দূরত্ব মেনে এবং স্বাস্থ্য সুরক্ষার উপকরণ ব্যবহার করে তিনি দোকান পরিচালনা করছেন। সকল স্ট্যাফদের মুখে মাস্ক ও ধরনের স্বাস্থ্য সুরক্ষার নিশ্চিত করার জন্য দোকানে বিলিচিং পাউডার মিশ্রিত পানি ছিটানো হচ্ছে।
ইউএনও মনিরা পারভীন মুঠোফোনে বলেন, নাগরিকদের স্বাস্থ্যবিধি মানা ও সামাজিক দূরত্ব নিশ্চেতে মাঠে কাজ করছে পুলিশ ও নৌ বাহিনী। এ ছাড়া মাঠ পর্যায়ে ভ্রাম্যমাণ আদালতের টিম পরিচালিত হচ্ছে। খুলে দেওয়া ব্যবসা প্রতিষ্ঠানে যেন স্বাস্থ্যবিধি মেনে চলে সে ব্যাপারে তদারকি করা হচ্ছে।