নিজস্ব প্রতিবেদক:

পেশাগত দায়িত্ব পালনকালে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সাংবাদিক শাকিব বিপ্লব। আজ সোমবার সকালে মোটরসাইকেল যোগে সংবাদ সংগ্রহে যাওয়ার সময় বরিশাল-ভোলা মাহসড়কের তালুকদার মার্কেট এলাকায় তিনি এই দূর্ঘটনার শিকার হন। একজন আনমনা পথাচরী মোটরসাইকেলের সাথে ধাক্কা খেলে সাংবাদিক শাকিব ও তার মোটরচালক পড়ে যান। এতে শাকিবের দুই হাটু, পায়ের গোড়ালি, দুইহাতের কব্জি থেকে রক্তক্ষরণ শুরু হয়। স্থানীয়রা প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল জেনারেল হাসপাতালে নিয়ে যান। তাছাড়া মোটরসাইকেল চালককে শেবাচিম হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। স্থানীয় পথচারীকে স্থানীয় ফার্মেসিতে পল্লিচিকৎসক ড্রেসিং করেন।

এদিকে সাংবাদিক শাকিব বিপ্লবের দূর্ঘটনার খবর শুনে তাৎক্ষণিক বরিশাল জেনারেল হাসপাতালে ছুটে যান শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের সহ সভাপতি ও দৈনিক প্রথম সকাল পত্রিকার প্রকাশক-সম্পাদক কাজী আল  মামুন, জাতীয় সাংবাদিক সংস্থা’র সহ সভাপতি মফিজুল ইসলাম মিলন, বরিশাল বাণী’র প্রকাশক-সম্পাদক মোঃ মামুন-অর-রশিদ, বরিশাল বাণী’র নির্বাহী সম্পাদক ও দৈনিক আজকের বরিশাল’র বার্তা সম্পাদক আমিনুল শাহীন, দৈনিক ন্যায় অন্যায় পত্রিকার বার্তা সম্পাদক রিয়াজ পাটোয়ারী সহ অন্যান্য সহকর্মী সংবাদকর্মীরা। এ সময় তারা আহত সাংবাদিক শাকিবের চিকিৎসার সার্বিক ব্যবস্থাপনার খোজ খবর নেন।

সাংবাদিক শাকিব বিপ্লব দৈনিক প্রথম সকাল পত্রিকার বার্তা সম্পাদক এবং জনপ্রিয় অনলাইন বরিশাল বাণী’র প্রধান সম্পাদক পদে কর্মরত আছেন। ইতপূর্বে একাধিক স্থানীয় ও জাতীয় পত্রিকা সহ স্বনামধন্য অনলাইনে সুনামের সহিত সাংবাদিক করেছেন।

শাকিবের সুস্থাতায় সবার কাছে দোয়া কমানা করেছেন তার পরিবার।