নিজস্ব প্রতিবেদক :: বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নে শতাধিক কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন ছাত্রলীগ নেতা মোঃ রায়হান হোসেন হিরা।

মঙ্গলবার (১২ মে) দিনভর সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের নয়ানী গ্রামে শতাধিক গরীব-অসহায় মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন তিনি।
এ প্রসঙ্গে মোঃ রায়হান হোসেন হিরা জানান, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র নির্দেশনা মোতাবেক ইউনিয়নবাসীর পাশে দাঁড়িয়েছেন।

তিনি বলেন, আমি একে ত্রাণ না বলে উপহার বলতে চাই। ভবিষ্যতেও আমি এ কার্যক্রম অব্যাহত রাখবো।

এ সময় চরকাউয়া ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।