রেজা হাওলাদার,মুলাদী ।। বরিশাল মুলাদী উপজেলায় সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা বিতরণ করা হয়েছে।
করোনাভাইরাসের কারণে, সামাজিক দূরত্ব বজায় রেখে সবার মাঝে ভাতা বিতরণ করেন ভাতাভোগীদেরকে নিজ এলাকার কর্মকর্তারা।
ভাতা নিতে যেন কষ্ট করতে না হয় এমন ব্যবস্থা করা হয়েছে জানান উপজেলা নির্বাহী চৌকস অফিসার শুভ্রা দাস। এ জন্য ভাতাভোগীরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অাজ সকাল ১০টায় উপজেলায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা বিতরণী অনুষ্ঠানে। এ সময় উপস্থিত ছিলেন মুলাদী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু,উপজেলা নির্বাহী চৌকস অফিসার শুভ্রা দাস,উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা আ’লীগ সাবেক সহ সভাপতি-দুলাল মাহামুদ মোল্লা,পৌরসভা জাতীয় পার্টির আহবায়ক কবির হোসেন খান,মুলাদী পৌরসভা ছাত্রলীগ সাধারন সম্পাদক জুয়েল হাওলাদার প্রমূখ।