এম লোকমান হোসেন: ভোলার চরফ্যাশন বাজারে শুক্রবার সকাল ১০টায় ক্রেতা বিক্রেতা ও জনসাধারনকে করোনা সংক্রমণ সচেতনতায় বাজারে নবগঠিত বাজার সুরক্ষা কমিটি ও থানা পুলিশের যৌথ প্রচার অভিযানে মানুষের মধ্যে ব্যাপক সারা ফেলেছে।
সকাল থেকে শহরের বাজারে কোন যানবাহন ঢুকতে দেয়নি।সরকারের নির্দেশণা অমান্য করে যারা মাস্ক পরে আসেনি তাদেরকে দাড় করিয়ে বুঝানো হয়েছে কেন মাস্ক পরতে হবে।যে সকল নারিরা শিশুদের কে নিয়ে এসেছেন তাদেরকে ভৎসনা শুনতে হয়েছে।ক্রেতা বিক্রেতাদের সামাজিক দুরত্ব ও হাত ধৌতকরন ও মাস্ক পরায় সচেতনতামুলক উপদেশ দেয়া হয়।

জনসচেতনতায় এই প্রচার অভিযানে অংশ নেন চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ শামসুল আরেফিন,চরফ্যাশন বাজার সুরক্ষা কমিটির আহবায়ক মনির উদ্দিন চাষী,যুগ্ন আহবায়ক ও চরফ্যাশন প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি এম আবু সিদ্দিক,যুগ্ন আহবায়ক জসিম উদ্দিন টিপু,ইনাম আহম্মেদ মাসুম,সুরক্ষা কমিটির সদস্য সচিব জাকির হোসেন,সদস্য মনির আসলামী শেখ সালাউদ্দিন, কামরুল সিকদার,সজিব শাহরিয়ার,তরিকুল ইসলাম।