বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৭০ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৪ হাজার ৪৮৩ জন। এই বোর্ডে এবার গত বছরের চেয়ে পাসের হার এবং জিপিএ-৫ দুটোই বেড়েছে।ছেলেদের চেয়ে পাসের হারে এবং জিপিএ-৫ উভয় দিকে এবার এগিয়ে মেয়েরা।

পাসের দিকে মেয়েদের হার ৮২ দশমিক ৬৭ শতাংশ, আর ছেলেরা ৭৬ দশমিক ৭২ শতাংশ।এদিকে জিপিএ-৫ এ মেয়েদের সংখ্যা ২ হাজার ৩৭৪টি আর ছেলেরা পেয়েছে ২ হাজার ১০৯টি।এবার মোট পরীক্ষায় অংশগ্রহণ করেছিল এক লাখ ১২ হাজার ৪৩৬ জন। আর পাস করেছে ৮৯ হাজার ৬১৬ জন।গত বছর (২০১৯) সালে পাসের হার ছিল ৭৭ দশমিক ৪১ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছিল ৪ হাজার ১৮৯ জন।

ফলের পরিসংখানের বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন।