হারানো বেদনা – লেখক পলাশ তালুকদার

কি লিখবো বল-
লিখতে গেলেই কলম কান্না করে দেয়
বাহু হয়ে যায় নির্বোধ
বাকরুদ্ধ হয়ে যায় মুখখানি।

কি লিখবো বল-
ঘুম ভাঙতেই কানে আওয়াজ এল
ভাবি নাকি ওপারে চলে গেল?
এমন ও নেত্রী, সকলের প্রিয় ভাবি
আর আসবে কি ফিরে
সেই দিন নাহি আর হবে
হায় আফসোস……..!

কি লিখবো বল-
আজ তোমার শোকে
পুরো দক্ষিণ অঞ্চল শোকাহত
কি দাওনি তুমি, বরিশাল বাসীকে
স্মৃতির পাতায় তুমি গাঁথা যে।

হায়! দয়াময়-
সাহান আরা ভাবির
বেহেস্ত নসিব যেন হয়।

 

লেখক – পলাশ তালুকদার

সভাপতি, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির।