নিজিস্ব প্রতিবেদক:: গাজীপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪২৭ জনের নমুনায় আরো ১০২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা তিন হাজার ১৮৯ জনে দাঁড়াল।
এর মধ্যে নতুন করে ১২১ জন সুস্থসহ ৬২৩ জন সুস্থ হয়েছেন এবং গত ২৪ ঘণ্টায় আরো একজনের মৃত্যুসহ মৃতের সংখ্যা দাঁড়াল ৩৪ জনে।
গাজীপুর সদর ও মহানগরে সবচেয়ে বেশি ২০০১ জন আক্রান্ত হয়েছেন। সুস্থদের মধ্যে মন্ত্রী, ডাক্তার, সাংবাদিক, পুলিশ, স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি ও পোশাককর্মী রয়েছেন।
গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করে জানান, একদিনে নতুন ১০২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে গাজীপুরে ২২ হাজার ৬৬ জনের নমুনা পরীক্ষা শেষে ৩ হাজার ১৮৯ জনের নমুনায় করোনা পজিটিভ হয়েছে।
নতুন আক্রান্তরা হলেন, গাজীপুর সদর ও মহানগরের ৪১ জন, কালীগঞ্জে ১৯ জন,কালিয়াকৈরে ছয়জন,কাপাসিয়া দুইজন এবং শ্রীপুরে নতুন ৩৪ জন শনাক্ত হয়েছে।