অনলাইন ডেস্ক: বগুড়ায় ১৭৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব ১২। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে জেলার সোনাতলা উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব ১২, বগুড়া (সিপিএসসি- ক্রাইম প্রিভেনশন স্পেশাল কম্পানি) শুক্রবার দুপুরে প্রেস ব্রিফিং এ জানায়, সোনাতলা থানার সোনাতলা বাজারে একটি জিপ তল্লাশিকালে গাড়ির ভেতর ১৭৫ কেজি গাঁজা, ২টি মোবাইল ফোন ও সিম কার্ড এবং নগদ ৫০০ টাকা উদ্ধার করে র্যাব সদস্যরা। এ সময় গাড়িচালক মাহফুজার রহমান মাসুমকে (৩৮) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাহফজুার রহমান মাসুম কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার পূর্ব ফুলমতি গ্রামের তোফাজ্জল হোসেনের পুত্র।
স্কোয়াড কমান্ডার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যায় গ্রেপ্তারকৃত মাদক কারবারি দীর্ঘদিন যাবৎ গাঁজার বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছিল। গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার সোনাতলা থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে। র্যাবের এ ধরনের মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে বলেও তিনি জানান।