“আলতা রাঙা পা”
মোহাম্মদ এমরান, ২২/০৭/২০২০।
আজ শীতলক্ষ্যায় ঢেউ নেই
কোন তরী নেই ঘাটে!
তবুও আমার হৃদয়টা নিরবধি
জানিনা কি কারনে
তোমার পানেই কেবল ছোটে।
আজ আকাশে কোন মেঘ নেই
রবির আলো চারদিকে!
তবুও আমার চোখদুটি অপলক
তোমার পথের দিকেই চেয়ে থাকে।
আজ মাঝিমাল্লার হাকডাক নেই
কেউই চলেনা রঙিলা ডিঙি বেয়ে!
তবুও আমার কেবলই মনে হয়
ঐ বুঝি আসছো তুমি
পালতোলা নায়ে আলতা রাঙা পায়ে।