লালমোহন ভোলা প্রতিনিধি:: ভোলার লালমোহন উপজেলায় নবজাতকের নামকরণ অনুষ্ঠানের মিষ্টি খেয়ে ১০ শিশু অসুস্থ হয়ে পড়েছে।সোমবার রাতে উপজেলার ফুলবাগিচা গ্রামে এ ঘটনা ঘটে। অসুস্থ শিশুদের লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অসুস্থ শিশুরা হলো- নিশাত, ইসমাইল, জিনিয়া, নুহা জিহাদ, ইমন, নাফিজ, আদন ও রাব্বি।জানা গেছে, ফুলবাগিচা গ্রামের ৮নং ওয়ার্ডের ইউসুফ আলী শিকদার বাড়ির সবুজের ঘরে ৫ দিন আগে এক নবজাতকের জন্ম হয়। গ্রাম্যরীতি অনুযায়ী সোমবার ওই নবজাতকের নাম রাখাসহ ছয় দিন পূর্ণ হওয়া উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সবুজের শাশুড়ি আক্তারা বেগম নানি হওয়ার আনন্দে মিষ্টি নিয়ে আসেন। ওই মিষ্টি খেয়ে বাড়ির ১০ শিশু অসুস্থ হয়ে পড়ে। তাদের লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লালমোহন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মহসিন খান জানান, শিশুদের বাসি ও পচা মিষ্টি খাওয়ানো হয়েছে। যার কারণে তাদের ফুড পয়জনিং হয়েছে। শিশুরা পাতলা পায়খানা ও জ্বরে ভুগছে। তাদের কয়েক ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে।এ বিষয়ে লালমোহন থানার ওসি মীর খায়রুল কবির বলেন, ঘটনা শুনে তাৎক্ষণিক লালমোহন হাসপাতালে এসআইসহ ফোরস পাঠিয়েছি। কোন দোকান এ মিষ্টি বিক্রি করল তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।