অনলাইন ডেস্ক: যশোরের অভয়নগরে ছেলে আল-আমিনের (২৪) নামে জমি লিখে না দেয়ায় মা-বাবাকে পিটিয়ে জখম করা হয়েছে। ঘটনাটি ঘটে সোমবার বিকালে উপজেলার নওয়াপাড়া বাজারের সুপারিপট্টি এলাকায়। আহত মা মাসুমা বেগম ও বাবা জালাল মুন্সি অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।আহত জালাল মুন্সি জানান, তিনি নওয়াপাড়া বাজারে ভাঙাড়ি ব্যবসা করে বুইকরা গ্রামের ঠাকুরপাড়ায় পাঁচ শতক জমি ক্রয় করেন। তার ক্রয়কৃত জমি ছেলে আল-আমিনের নামে লিখে দেয়ার জন্য বিভিন্ন সময় চাপপ্রয়োগ করে। উক্ত জমি লিখে না দেয়ায় ইতোপূর্বে কয়েক দফা তাকে ও তার স্ত্রীকে মারপিট করে আল-আমিন। যার লিখিত অভিযোগ অভয়নগর থানায় রয়েছে।
তিনি আরও জানান, ঘটনার দিন সোমবার বিকালে পুনরায় জমি লিখে নেয়ার জন্য আল-আমিন তাকে বাড়ি থেকে ডেকে রাস্তায় নিয়ে যায়। জমি লিখে দিতে না চাইলে সে রাস্তার ওপর ফেলে তাকে হকিস্টিক দিয়ে এলোপাতাড়ি মারপিট শুরু করে। এ সময় তার মা এগিয়ে এলে তাকেও পিটিয়ে জখম করে হাত ভেঙে দেয়।
তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে আল-আমিন পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদের দুজনকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় অভয়নগর থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে।
অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মণ্ডল জানান, থানায় এখনও লিখিত অভিযোগ দেয়নি। তবে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।