শনিবার হুট করেই অবসর ঘোষণা করে দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ভক্তরা তার এমন বিদায় আশা করেননি। সবার আশা ছিল, ধোনি মাঠ থেকেই অবসর নেবেন। কিন্তু গত ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালের ম্যাচ খেলাটাই ক্যারিয়ারের শেষ ম্যাচ হয়ে গেল। এবার তার জন্য বিদায়ী ম্যাচের দাবি জানিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।
টুইটারে মূখ্যমন্ত্রী লিখেছেন, ‘ভারতীয় ক্রিকেট বোর্ডকে অনুরোধ করছি ধোনির বিদায়ী ম্যাচ আয়োজন করার জন্য। ঝাড়খন্ড এই ম্যাচ আয়োজন করতে চায়।’ধোনি ঝাড়খণ্ডের সন্তান। পড়াশুনা থেকে বেড়ে ওঠা ধোনির নামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ঝাড়খণ্ড। জাতীয় দলে নির্বাচিত হওয়ার আগে রাজ্যের হয়ে তিনি ঘরোয়া ক্রিকেট অংশ নিয়েছেন। ২০০৪ সালে জাতীয় দলের জার্সিতে অভিষেকের পর দেশের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার হয়ে উঠেছিলেন। অধিনায়ক হিসেবে জিতছেন দুটি বিশ্বকাপ, একটি চ্যাম্পিয়ন্স ট্রফি।
৩৫০টি ওয়ানডে, ৯০ টেস্ট এবং ৯৮ টি টোয়েনটি ম্যাচে ধোনি ১৭২৬৬ রান করেছেন। উইকেটের পিছনে দাঁড়িয়ে ডিসমিসাল নিয়েছেন ৮২৯টি। চলতি বছরের শুরুতেই ঝাড়খন্ড দলের হয়ে অনুশীলনে দেখা গিয়েছিল ধোনিকে। ধরে নেওয়া হয়েছিল, এবারের আইপিএলে ভালো পারফর্ম করে জাতীয় দলে ফিরবেন ধোনি। তবে সেই পথ ধোনি নিজেই বন্ধ করে দিয়েছেন। এখন তার পারফর্ম একমাত্র আইপিএলেই দেখা যাবে।