প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক (মন্ত্রী), বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র বাবা ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ’র রোগ মুক্তির কামানায় বাকেরগঞ্জের চরামদ্দিতে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
বাকেরগঞ্জ উপজেলা আ’লীগের সাবেক সভাপতি, চরামদ্দি ইউপির চার বার নির্বাচিত চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গাওসেল আলম খান (লাল) এর উদ্যোগে শুক্রবার আসরবাদ ঐতিহ্যবাহী মুগাখান জামে মসজিদে কয়েক’শ মুসল্লি এতে অংশ নেন।
এতে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা আ’লীগের সদস্য হুমায়ুন কবীর শিকদার, চরামদ্দি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মামুনুর রশীদ সোহাগ, চরামদ্দির বিভিন্ন ওয়ার্ড আ’লীগের সভাপতি ও সম্পাদকবৃন্দ সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
আবুল হাসানাত আবদুল্লাহর আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া করা হয়।