স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ উদ্বোধনের আগেই বরিশাল শিল্পকলা একাডেমীর নতুন অডিটোরিয়াম ভবনের সিলিং খুলে পরেছে। মুহুর্তের মধ্যে বিষয়টি সর্বত্র ছড়িয়ে পড়লে গোপনে দ্রুত তা মেরামতের কাজ শুরু করেছে কর্তৃপক্ষ।
আজ রবিবার সকালে সরেজমিনে দেখা গেছে, অডিটোরিয়ামের সিলিং ডেমেজ হয়ে ভেঙ্গে পড়েছে । পুনরায় সিলিং খুলে নতুন করে সিলিং লাগানোর কাজ চলছে। নির্মাণ শ্রমিকরা জানান, গত ৫ জানুয়ারি নির্মাণ কাজ শেষ করে সবাই চলে গেছে। করোনার সময় পুরো অডিটোরিয়াম বন্ধ থাকায় ভিতরে গ্যাস সৃষ্টি হয়ে সিলিং ভেঙ্গে পড়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের নির্দেশে তারা পুনরায় সিলিং লাগানোর কাজ করছেন।
ঠিকাদারি প্রতিষ্ঠান ইনফিনিটি ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খোরশেদ আলম জানান, করোনা মহামারীর কারণে কিছু কাজে সমস্যা হয়েছে। এছাড়া প্রকল্পের বাহিরে সাজসজ্জাসহ কিছু বাড়তি কাজ করার জন্য বিলম্বিত হচ্ছে। ভেঙ্গে যাওয়া সিলিং খুলে নতুন করে মেরামত করে দেয়া হচ্ছে।
বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ জানান, ২০১৫ সালে তৎকালীন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর জেলা শিল্পকলা একাডেমী ভবন নির্মাণ কাজের উদ্বোধণ করেছেন। ২০১৭ সালের জুন মাসে ভবনের নির্মাণ কাজ শেষ করার কথাছিলো। ২০১৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভাগের অন্যান্য উন্নয়নমূলক কাজের সাথে জেলা শিল্পকলা একাডেমী ভবনের উদ্বোধন করলেও অডিটোরিয়ামের নির্মাণ কাজ এখনও শেষ হয়নি। নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই অডিটোরিয়ামের সিলিং ভেঙ্গে পড়েছে।
বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, জেলা শিল্পকলা একডেমীর নতুন ভবনের কিছু কাজ এখনও সম্পন্ন হয়নি। দ্রুত কাজ শেষ করার জন্য প্রকল্প পরিচালক এবং গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে নির্দেশ দেয়া হয়েছে। জেলা প্রশাসক আরও বলেন, সিলিং ভেঙ্গে পড়ার বিষয়টি আমি শুনেছি। তবে এখনও ভবনের দায়িত্ব হস্তান্তর না হওয়ায় ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি।
অপরদিকে জেলা শিল্পকলা একাডেমী ভবন অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেয়ার দাবিতে আজ রবিবার বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে মানববন্ধন করেছেন সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের নেতৃবৃন্দরা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও সংস্কৃতি প্রতিমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ করা হয়েছে।
