অনলাইন ডেস্ক:: নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনাসহ দেশজুড়ে অব্যাহত ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় তৃতীয় দিনের মতো রাজধানী ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ ও প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি চলছে।
রাজধানীর শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ করছে সাধারণ শিক্ষার্থী, বাম ছাত্র সংগঠনের কর্মী ও বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।
আজ বুধবার সকাল সাড়ে ১০টা থেকে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ করছে ‘সেভ আওয়ার উইমেন’ নামের শিক্ষার্থীদের একটি প্ল্যাটফর্ম।
একই স্থানে দুপুর পৌনে ১২টা থেকে বিক্ষোভ করছে বামধারার ছাত্র সংগঠনগুলোর শিক্ষার্থীরা। তারা গণ অবস্থান থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি জানান।
এরপর সোয়া ১২টা থেকে শাহবাগে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। তারা কালো পতাকা মিছিল বের করেছে।
বিক্ষোভকারীরা বলছেন, ধর্ষকদের বিচার করার পাশাপাশি যারা ধর্ষকদের পৃষ্ঠপোষক তাদেরও বিচার করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।
এছাড়া বিভাগীয় শহরগুলোসহ নোয়াখালী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, গোপালগঞ্জ, পটুয়াখালী, ঠাকুরগাঁও ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ও বিভিন্ন উপজেলায় বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করছে বিভিন্ন সংগঠন।
উল্লেখ্য, নোয়াখালীর বেগমগঞ্জে ঘরে ঢুকে এক গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন করেছে একদল যুবক ও কিশোর। ছেলের বয়সী ওইসব কিশোর-যুবকের পায়ে ধরেও রেহাই পাননি ৩৭ বছর বয়সী ওই নারী।
ভয়ে ৩২ দিন আগের ঘটনাটি কাউকে জানাতেও পারেননি নির্যাতিতা কিংবা তার স্বজনরা। ২ সেপ্টেম্বর রাতের ঘটনার একটি ভিডিওচিত্র ৪ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হলে তা জানাজানি হয়।
এ ঘটনায় প্রধান আসামি বাদল এবং অন্যতম অভিযুক্ত দেলোয়ারসহ এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।