বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি: ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী হযরত মোহাম্মদ(সঃ) এর ব্যাঙ্গাত্মক চিত্র কার্টুন প্রদর্শনের প্রতিবাদে পটুয়াখালীর বাউফলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন বাংলাদেশ জমিয়াতে হিযবুল্লাহ বাউফল উপজেলা শাখা। আজ শনিবার বেলা ১১ টায় বাউফল উপজেলা জামে মসজিদ প্রাঙ্গন থেকে ওই বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাউফল পৌরসদরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বাউফল সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে গিয়ে এক সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে। এতে বাংলাদেশ জমিয়াতে হিযবুল্লাহ, যুব হিযবুল্লাহ ও ছাত্র হিযবুল্লাহর কয়েক হাজার নেতা-কর্মী অংশ গ্রহন করেন। সমাবেশে বাংলাদেশ জমিয়াতে হিযবুল্লাহর বাউফল উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাও. আঃ মালেক, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,সহ সাধারণ সম্পাদক মাও. শাহজাহান, যুব হিযবুল্লাহর সহ সভাপতি মাও. ফারুক হোসেন ও ছাত্র হিযবুল্লাহর সভাপতি মোঃ আইউব হোসেন বক্তব্য রাখেন।