আপডেট নিউজ:
ঝালকাঠী জেলার নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নবাসীর জন্য নিবেদিত একজন মানুষ আবদুল গফ্ফার খান। রাষ্ট্রিয় কোন পদপদবীতে না থেকেও তিনি দীর্ঘদিন যাবত এলাকায় রাস্তাঘাট নির্মাণ, চার পুল নির্মাণ, গভীর নলকুপ স্থাপন, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগীতা প্রদান, গরীব মেধাবী শিক্ষার্থীদের পাশে থেকে অনন্য ভুমিকা রেখে চলেছেন। পারিবারিক সূত্রে তারা আওয়ামী লীগের সাথে থেকে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করেই বড় হয়েছেন। বাবা ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। অন্যান্য ভাইয়েরা আ’লীগ ও অংগ সংগঠনের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত। ছাত্রজীবনে বিএম কলেজ ছাত্রলীগ এবং আওয়ামী আইন ছাত্র পরিষদের সাথে যুক্ত ছিলেন। তিনি ঝালকাঠী জেলা মুক্তিযোদ্ধা সন্তান পরিষদের সাবেক যুগ্ম-আহবায়ক। একাধিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন পদপদবীতে রয়েছেন।
বর্তমানে ভিসিডিএস নামে একটি স্বনামধন্য এনজিও’র নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করছেন। এই সংস্থায় প্রায় কয়েক হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। তাছাড়া প্রায় অর্ধলক্ষাধিক মানুষ ভিসিডিএস থেকে নানান ভাবে উপকৃত হয়েছেন। সাহিত্যাঙ্গনে তিনি প্রিয় বাংলার কবি হিসেবে পরিচিত। তার একাধিক কাব্যগ্রন্থ ইতঃমধ্যেই প্রকাশিত হয়েছে।
১৯৭৬ সালে সুবিদপুর গ্রামে তার জন্ম। ১৯৯১ সালে সুবিদপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। এরপর বরিশাল বিএম কলেজ থেকে ডিগ্রি এবং বরিশাল ল’ কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। তিনি আওয়ামী রাজনীতিক হলেও এলাকায় দলমত নির্বিশেষে সর্ব মহলে তার গ্রহণযোগ্যতা রয়েছে।
সুবিদপুরবাসীর দাবী আগামী ইউপি নির্বাচনে আবদুল গফ্ফার খানকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে পেলে এলাকার উন্নয়ন ও কল্যাণের স্বার্থে ঐক্যবদ্ধভাবে তাকে নিরঙ্কুশ বিজয়ে যা যা করনীয় তা করতে তারা প্রস্তুত আছেন। (চলবে…….)