“কেঁদে ফিরে স্বাধীনতা”

লেখকঃ মোহাম্মদ এমরান, ২৪/১২/২০২০

অগণিত শহীদের রক্তঝরা
মাগো অর্জিত স্বাধীনতা!
আমার সোনার বাংলায় আজও
মাগো কেন বঞ্চিত মানবতা?

পথের ধারে আজও থাকে কেন পড়ে
নির্যাতিতা বোনের লাশ?
পাক হানাদার হটেছে ১৯৭১-এ
এখনও কেন হচ্ছে বাংলার সর্বনাশ?

বলি আমি তুমি সে কেউই তো নয়
পাক হানাদারের পক্ষে!
তবে কেন আজও সোনার বাংলায়
অরাজকতা করে কে কার কোন লক্ষ্যে?

বাবা দাদা চাচা সবাই তো গেঁথেছিল
মুক্তি যুদ্ধের মালা মুক্তির আশায়!
হাটে ঘাটে মাঠে পথে তবুও কেন
অবহেলিত স্বাধীনতা কষ্টিত কুটিল ভাষায়?

স্বাধীনতার শুবর্ণজয়ন্তীতে দাঁড়িয়ে
আজও কেন ভাবি নির্জীব নদীর কিনারে!
আহ্ঃ দেশটা নয় কেন আজও সংঘবদ্ধ
ভয়াল থাবা দেয় কোন সাহসে কোন সীমারে?

লাঞ্ছিত জাতি ও জাতীয়তা আজও কেঁদে ফিরে
স্বাধীনতা অসহায় দেশ প্রেমিকের অন্তরে!
কেন বুকে জ্বালিয়ে আলো ঘুচিয়ে কালো
বর্ষালী রাতে পেতেছিনু মাইন নৌ-বন্দর