এম লোকমান হোসেন, নিজস্ব প্রতিবেদক : ভোলার চরফ্যাশন পৌরসভা নির্বাচনে উৎসব মুখর পরিবেশে ভোট দিয়েছে পৌর ভোটাররা। রবিবার (২৮ফেব্রুয়ারী) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই ভোট অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা দেখা যায়নি। সন্ধ্যা ৭টায় উপজেলা হলরুমে রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন প্রেস ব্রিফিং এর মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণা দেন। বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতিক প্রার্থী এসএম মোর্শেদ ১৪হাজার ৯শত ১৮ ভোট পেয়ে নির্বাচীত হয়েছেন এবং স্বতন্ত্র নারিকেলগাছ প্রতিকে অধ্যক্ষ মীর মোহাম্মদ শরিফ হোসেন ৭৮১ভোট পেয়ে ২য় হয়েছেন। বিএনপি মনোনিত ধানের শীষ প্রতিকের প্রার্থী হুমায়ুন কবির শিকদার ৭৪৭ ও পেয়েছে বলে উপজেলা রিটার্নীং কর্মকর্তা রুহুল আমিন জানান। তবে বিকেল ৩টায় বিএনপি প্রার্থী হুমায়ুন কবির তার বাসভবনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পঞ্চম ধাপের এ পৌর নির্বাচনের ভোট বর্জন করেন। ৯টি ওয়ার্ডের ১৭টি কেন্দ্রের প্রত্যেক বুথে সরকার দলীয় কর্মীরা বিএনপির ভোটারদের ভোট দিতে দেয়নি বলেও এ প্রার্থী সংবাদ সম্মেলনে দাবী করেন।