অনলাইন ডেস্ক:: বেসরকারি একটি টিভির অ্যাসাইনমেন্ট এডিটর সুজন কবীরের স্ত্রী নাসরিন আক্তার ১২ আগস্ট দিবাগত রাত ২টায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন।

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন।  করোনা শনাক্ত হওয়ার পরপরই গত ৫ই আগাস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ডায়াবেটিস থাকায় ধীরে ধীরে নাসরিন আক্তারের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। অবশেষে বৃহষ্পতিবার দিবাগত রাতে তিনি চলে গেলেন সব মায়া কাটিয়ে।

আজ চাঁদপুর জেলার শাহারাস্তি উপজেলায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

সুজন কবীরের শিশুপুত্র রুহান ২০১৯ সালের ১২ জুলাই মারা যায়। এ বছরের ফেব্রুয়ারিতে  মারা যান সুজন কবীরের মা। করোনা কেড়ে নিলো তার প্রিয়তমা স্ত্রীকে। ৪ বছরের মেয়ে ঋতিকা এখনো বোঝে না মৃত্যু কী? জানে না, আর কখনো মা তাকে বুকে জড়িয়ে ধরবে না।