শরীফ সভাপতি / জাহিদ সম্পাদক
ভোলা জেলার প্রবাসী কল্যাণ সংগঠনের নয়া কমিটি

নিজস্ব প্রতিবেদক, ভোলা:
ব্যাপক উৎসাহ ও উদ্বিপনার মধ্য দিয়ে দ্বীপ জেলা ভোলার প্রবাসীদের একমাত্র সংগঠন ” ভোলা জেলা প্রবাসী কল্যাণ সংগঠন” সদস্যদের অনলাইনে অংশ গ্রহণের মধ্য দিয়ে ২৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাতে সদস্যদের প্রত্যক্ষ সমর্থনে সভাপতি শরীফ পাটোয়ারী, সহ সভাপতি নাজিম উদ্দীন হাওলাদার, সেক্রেটারী জাহিদুল ইসলাম,সহসেক্রেটারী কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক ইসমাইল মাঝি,সহসাংগঠনিক সম্পাদক মো: ইউসুফ মিয়া,অর্থ সম্পাদক (ভারপ্রাপ্ত) শরীফ পাটোয়ারী,অফিস, ছাত্র কল্যাণ ও পাঠাগার সম্পাদক, আমিনুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ নিরব,সহপ্রচার সম্পাদক আমজাদ হাবিব উল্লাহ,প্রবাসী কল্যাণ সম্পাদক মোঃ নিরব মাতাব্বর,সহপ্রবাসী কল্যাণ সম্পাদক মোঃতৈয়ব, হোসেন।তথ্য ও গবেষণা সম্পাদকঃ তানভীর আহমদ,সহ তথ্য ও গবেষণা সম্পাদকঃ মোঃ বাচ্চু,শিক্ষা ও সাহিত্য সম্পাদকঃসালাউদ্দিন কাজী,মিডিয়া ও আইটি সম্পাদকঃ মোর্শেদুল ইসলাম রায়হান,
ক্রিয়া সম্পাদকঃ মোঃ মমিন সহ ক্রীয়া সম্পাদকঃ মেসবাহ উদ্দিন ও যুব মানব সম্পদ সম্পাদকঃ আল আমিন হাওলাদার প্রমুখ।

এছাড়া ৫ জনকে উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে।
মিজানুর রহমান (নাগর) প্রতিষ্ঠাতা,মেহেদী হাসান আইউব,
মামুন হাওলাদার, মো বাচ্চু পাটোয়ারী এবং সোহেল মাঝী।

নয়াগঠিত প্রবাসী কল্যাণ সংগঠনের সভাপতি শরীফ পাটোয়ারী সাংবাদিককে বলেন, এই কমিটি কেবলমাত্র ভোলা জেলা প্রবাসী কল্যাণ সংগঠনের আসল কমিটি। ইতোপূর্বে আংশিক কমিটি ছিল (বৃহস্পতিবার) ২৩ সেপ্টেম্বর সংগঠন পরিচালনার নীতিমালা ১০ ধারার (খ)অনুসারে আংশিক কমিটি বিলুপ্ত এবং নতুন কমিটি গঠন করা হয়েছে।

এদিকে নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন পেশায় কর্মরত দেশী ও প্রবাসী ভোলার বাসিন্দারা। অতীতের মত ভবিষ্যতে ও ভোলার অসহায়, অসুস্থ রোগীও আত্নমানবতার সেবা তাদের অংশ গ্রহণ প্রত্যাশা করেন তারা।