ঝালকাঠি প্রতিনিধি: ভারত-পাকিস্তানের টি-২০ বিশ্বকাপ খেলা চলাকালীন সময়ে উভয় দলের সমর্থকরা একসঙ্গে বসে খেলা দেখছিল। এ সময় ‘জয় পাকিস্তান’ স্লোগান দেওয়ায় ভারত-পাকিস্তান সমর্থকদের মধ্যে কথাকাটির পর সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ভারত সমর্থকদের হাতে আহত ২ পাকিস্তান সমর্থক আহত হয়।

গতকাল রবিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ঝালকাঠির রাজাপুর উপজেলার সাংগর স্কুল সংলগ্ন বাজারের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- উপজেলার সাংগর গ্রামের কাশেম মৃধা (৩২) ও কামাল মৃধা (৪০)। তারা সর্ম্পকে আপন দুই ভাই।প্রত্যক্ষদর্শীরা জানায়, বাজারের আলীম স্টোরের টেলিভিশনে খেলা দেখছিলেন স্থানীয়রা। এ সময় পাকিস্তান দলের সমর্থকরা ‘জয় পাকিস্তান’ বলে স্লোগান দিলে ভারত সমর্থকরা তার প্রতিবাদ করেন।

এতে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ভারত সমর্থকরা পকিস্তান সমর্থকদের ওপর হামলা চালান। এ ঘটনায় কাশেম মৃধা ও কামাল মৃধা নামে দুই ভাই আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান। কাশেম মৃধা চিকিৎসা নিয়ে রাতে বাড়ি ফিরলেও কামাল মৃধা রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘খেলা দেখা নিয়ে হামলায় দুইজন আহতের খবর শুনেছি। তবে এ ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি।’