অনলাইন ডেস্ক:: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে আনুমানিক ৫৭ লক্ষ টাকা মূল্যের ৩৮ কেজি কচ্ছপের হাড় উদ্ধার করা হয়েছে। তবে গত বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে পরিচালিত এ অভিযানে কেউ আটক হয়নি।
অভিযানে নেতৃত্ব দেওয়া চাঁপাইনবাবগঞ্জ ৫৯’বিজিবি ব্যাটালিয়ন (রহনপুর ব্যাটালিয়ন) অধিনায়ক লে.কর্ণেল আমীর হোসেন মোল্লা জানান, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ভোলাহাট সীমান্তের চামুচা মাঠ নামক এলাকা থেকে জব্দ হয় ৩৮ কেজি কচ্ছপের হাড়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন অধিনায়ক।