নিজস্ব প্রতিবেদকঃ বাবুগঞ্জে কিশোর-কিশোরীদের মার্শাল আর্ট (কারাতে) প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের মাঝে সোমবার প্রধান অতিথি হিসেবে রাশেদ খান মেনন মডেল উ”চমাধ্যমিক বিদ্যালয়ে ওই কারাতে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টারের প্রতিষ্ঠাতা চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল।বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (এসি ল্যান্ড) মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাবুগঞ্জ থানার ওসি (তদন্ত) অলিউল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ খান ও বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি আরিফ আহমেদ মুন্না। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা ইয়াসমিন। উদ্বোধনী অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা করেন উপজেলা শিশু একাডেমির প্রশিক্ষক ফাতেমা লিওনি ও তার দল। উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভা শেষে রাশেদ খান মেনন মডেল উ”চমাধ্যমিক বিদ্যালয় মাঠে কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের হাতেকলমে কারাতে প্রশিক্ষণ দেন প্রধান অতিথি চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল। এসময় তার সঙ্গে ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টারের একটি প্রতিনিধি দল উপ¯ি’ত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল বলেন, ‘মার্শাল আর্ট তথা কারাতে মানে মারামারি করা নয়। এটা একটা শিল্প, শরীরচর্চা ও আত্মরক্ষার একটা কৌশল। এটা আপনার শরীর গঠনের পাশাপাশি আপনাকে প্রচুর আত্মবিশ্বাস জোগাবে। আমাদের মেয়েদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রধান বাঁধা হলো তাদের মাঝে আত্মবিশ্বাসের অভাব। কারাতে আপনার ভেতরের আত্মবিশ্বাসকে জাগিয়ে তুলবে এবং মেয়েদের যেকোনো পরি¯ি’তিতে আত্মরক্ষায় সহায়তা করবে।’