রিপোর্টার শামীম মীর, বরিশাল।। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারের আমলে মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। তিনি বলেন, দেশের টেকসই উন্নয়নে আওয়ামী লীগ সরকার অসামান্য অবদান রেখেছে। বর্তমান সরকারের আমলেই দেশের সর্বখাতে উন্নয়নের মহাসমারোহ চলছে।
সোমবার দুপুরে ভোলার লালমোহন উপজেলার হাজী মো. নূরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে উপজেলার সকল ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এমপি নূরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন।