ভোলা প্রতিনিধি:: ভোলার লালমোহন উপজেলায় অগ্নিকাণ্ডে আট দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের দৃশ্য দেশে সেখানে থাকা মো. মোসলেহ উদ্দিন সরদার (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের কাশ্মীর বাজারে এ ঘটনা ঘটে।
নিহত মোসলেহ উদ্দিন ওই এলাকার বাসিন্দা।আগুনে ব্যবসায়ীদের প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন তাঁরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে কাশ্মীর বাজারের দিদার মিয়ার চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুনের দৃশ্য দেখে মোসলেহ উদ্দিন সরদার নামের এক বৃদ্ধ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। পরে খবর পেয়ে পার্শ্ববর্তী উপজেলা চরফ্যাশন থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
লালমোহন উপজেলার নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা বুধবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে নিহত মোসলেহ উদ্দিনের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা অনুদান দিয়েছি। ক্ষতিগ্রস্ত ১০ জন ব্যবসায়ীকে প্রাথমিকভাবে ৩০ কেজি করে চাল ও আনুষঙ্গিক মালামাল প্রদান করা হয়েছে। পরে তাঁদেরকে সরকারিভাবে আর্থিক সহায়তা দেওয়া হবে।