হেলথ ডেস্ক: প্রণোদনার টাকার দাবিতে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান মেডিকেল কলেজ (বিএসএমএমসি) হাসপাতালের পরিচালককে অবরুদ্ধ করেছে করোনা ওয়ার্ডে কর্তব্যরত নার্স ও বয়েরা।
বুধবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত কক্ষে অবস্থান নেয় প্রতিষ্ঠানটির নার্স, ওয়ার্ড বয়সহ চতুর্থ শ্রেণির কর্মচারীরা।
করোনার সময় ঘোষিত ভাতা না পাওয়ার কথা জানিয়ে স্বাধীনতা নার্সেস পরিষদের (সানাপ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের শাখার সভাপতি জান্নাতুল ফেরদাউস বিথি মেডিভয়েসকে বলেন, ‘করোনার সময়ে সরকার আমাদের ডেইলি ভাতা দিয়েছে। টাকা দেওয়ার বিষয়ে পরিচালক কমিটি গঠন করে দিয়েছেন। এরপরও সেই টাকা পাইনি। সরকারের পক্ষ থেকে এক কোটি ৬০ লাখ টাকা এসেছে। পরে পরিচালকের অবহেলার কারণে সেই টাকার মধ্যে এক কোটি টাকা ফেরত চলে যায়। এ বিষয়টি আমরা জানতে পেরে আজ সকালে পরিচালকের কক্ষে অবস্থান নিই।’
তিনি আরও জানান, ‘করোনার সময়ে যখন সন্তান তার মায়ের কাছে আসেনি, তখন আমরা পরিবার-পরিজনকে রেখে করোনা রোগীদের সেবা প্রদান করেছি। স্বাস্থ্য বিভাগের নার্সরা যে সেবা প্রদান করেছে, তা অন্য কোনো বিভাগই করেনি।’
জানতে চাইলে হাসপাতালের পরিচালক ডা. মো. সাইফুর রহমান মেডিভয়েসকে জানান, গত বছরের জুলাই মাসে প্রথমে এক কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ দেয় সরকার। পরে সংশোধনী বাজেটে বরাদ্দ কমে গেছে। বর্তমানে ৬০ লাখ টাকা রয়েছে।
তিনি জানান, এখন যে টাকা আছে, তা আগামী ১০ দিনের মধ্যে দেওয়া হবে। পরে আরও অর্থ সংশ্লিষ্ট দপ্তরে চাওয়া হবে। সেই টাকা বরাদ্দ পেলে, পরবর্তীতে দেওয়া হবে।