আপডেট নিউজ: আজ ১ এপ্রিল (শুক্রবার) অনুষ্ঠিত হবে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজসমূহে ২০২১-২২ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা। সারাদেশের ১৯ কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে সকাল ১০টায় একযোগে এ পরীক্ষা শুরু হবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এবারের পরীক্ষায় বসছে এক লাখ ৪৩ হাজার ৯১৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ঢাকায় আবেদনকারীর সংখ্যা ৬১,৬৭৮ জন। সরকারি মেডিকেলে প্রতি আসনের বিপরীতে বসবে ৩৩.০৮ জন পরীক্ষার্থী।
ভর্তি পরীক্ষা সার্থক ও সফলভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন।
প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরে আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে মেডিভয়েসকে তিনি বলেন, ‘সুশৃঙ্খলভাবে সকল কাজ এগিয়ে যাচ্ছে। কোনো রকমের অসুবিধা হচ্ছে না।’
পরীক্ষার দিন যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পূর্ণ প্রস্তুতি রয়েছে জানিয়ে অধ্যাপক এনায়েত হোসেন বলেন, ‘আইন-শৃঙ্খলা বাহিনী আমাদের সঙ্গে আছে। জাতীয় এ রকম প্রতিটি বিষয়ে তারা যথেষ্ট সচেতন ও আন্তরিক।’
জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (শিক্ষা) অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির আজ সকালে মেডিভয়েসকে বলেন, সব কিছু ঠিক মতো এগিয়ে যাচ্ছে। প্রশ্নগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর পূর্ণ সহযোগিতায় এগুলো কেন্দ্রে কেন্দ্রে চলে যাচ্ছে। সঙ্গে মেজিস্ট্রেট আছেন। দুপুর নাগাদ পৌঁছে যাবে। এ ছাড়াও এখানে বসে সার্বক্ষণিক মনিটরিং চলছে।
এদিকে ২০২১-২২ ভর্তি পরীক্ষার সার্বিক তথ্য তুলে ধরে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. একেএম আহসান হাবিব জানিয়েছেন, ‘বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রণীত ভর্তি নীতিমালা-২০২২ অনুযায়ী অনলাইনে টেলিটকের মাধ্যমে গৃহিত আবেদনের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বিএমডিসির নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সমগ্র দেশের ১৮টি মেডিকেল কলেজ ও ০১টি ডেন্টাল কলেজের ৫৭টি ভেন্যুতে আগামী ০১/০৪/২০২২ খ্রি. শুক্রবার সকাল ১০.০০ ঘটিকা হতে সকাল ১১.০০ ঘটিকা পর্যন্ত ০১ ঘণ্টার একটি ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত নম্বর হতে ২০০ নম্বরসহ মোট ৩০০ নম্বরের মাধ্যমে সরকারি মেডিকেল কলেজের জন্য ৪,৩৫০ জন শিক্ষার্থী নির্বাচন করা হবে। এ বছর মোট আবেদনকারীর সংখ্যা ১,৪৩,৯১৫ জন এর মধ্যে ঢাকা শহরে ৫টি কেন্দ্রের ১৮টি ভেন্যুতে আবেদনকারীর সংখ্যা ৬১,৬৭৮জন।’
‘সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য মুক্তিযোদ্ধা, উপজাতি ও অ-উপজাতিদের জন্য নির্ধারিত আসন বাদে অবশিষ্ট আসনে ৮০% জাতীয় মেধায় ২০% জেলা কোটায় প্রার্থী নির্বাচন করা হবে। জাতীয় মেধায় ৪,২৩০ জন (শুধু মেধা কোটায় ৩,৩৮৪জন+জেলা কোটায় ৮৪৬ জন), মুক্তিযোদ্ধা কোটায় ৮৭, উপজাতীয় কোটায় ৩৩ জন নির্বাচিত করা হবে। এ ছাড়া ৭২টি বেসরকারি মেডিকেল কলেজের ৬,৪৮৯টি আসনের জন্য ছাত্র ভর্তির নির্দেশনা প্রদান করা হবে’, যোগ করেন তিনি।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী
• মোট কেন্দ্র: ১৯ (১৮টি মেডিকেল কলেজ ও ১টি ডেন্টাল কলেজ)
• মোট আবেদনকারী ছাত্র/ছাত্রী: ১,৪৩,৯১৫ জন।
• সর্ব মোট ভেন্যুর সংখ্যা: ৫৭টি
• সর্ব মোট হল সংখ্যা: ১,৭৯২টি
• ঢাকায় মোট আবেদনকারী: ৬১,৬৭৮ জন।
• ঢাকায় ভেন্যুর সংখ্যা: ১৮টি
এ বছর ১টি আসনের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা
১,৪৩,৯১৫/৪৩৫০ = সরকারি প্রতিটি আসনের জন্য ৩৩.০৮ জন পরীক্ষার্থী,
১,৪৩,৯১৫/১০৮৩৯ = সরকারি ও বেসরকারি প্রতিটি আসনের জন্য ১৩.২৭ জন পরীক্ষার্থী
• সরকারি মেডিকেল কলেজ সংখ্যা: ৪ ৩৭, আসন সংখ্যা: ৪,৩৫০
• বেসরকারি মেডিকেল কলেজ সংখ্যা: ৭২, আসন সংখ্যা: ৬,৪৮৯
• করোনা পরিস্থিতিতে এমবিবিএস ভর্তি পরীক্ষা জাতীয় কোভিড-১৯ কারিগরি উপদেষ্টা কমিটির নির্দেশনা অনুযায়ী সতর্কতা অবলম্বন করে করা হবে।
ঢাকা মহানগরীতে ১৮ ভেন্যু
ঢাকা মহানগরীর কেন্দ্রগুলো হলো- ঢাকা মেডিকেল কলেজ (৯টি কেন্দ্র): ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ ভবন; লেকচার থিয়েটার ভবন; বিজনেস স্টাডিজ অনুষদ ভবন; সামাজিক বিজ্ঞান অনুষদ; মোকারম হোসেন, বিজ্ঞান ভবন; এ.এফ মুজিবুর রহমান, গণিত ভবন, বিজ্ঞান ভবন; কাজী মোতাহার হোসেন ভবন; উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, বকশি বাজার, ঢাকা।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (৩টি কেন্দ্র): ইডেন মহিলা কলেজ, ঢাকা কলেজ ও নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ (২টি কেন্দ্র): তেজগাঁও কলেজ, ইন্দিরা রোড, ঢাকা ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, আগারগাঁও, ঢাকা। মুগদা মেডিকেল কলেজ (২টি কেন্দ্র): আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল ক্যাম্পাস, ঢাকা ও আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মুগদা ক্যাম্পাস, ঢাকা। ঢাকা ডেন্টাল কলেজ (২টি কেন্দ্র): সরকারি তিতুমীর কলেজ, ঢাকা ও সরকারি বাঙলা কলেজ, মিরপুর, ঢাকা।
সমন্বয় সভায় উপস্থিত ছিলেন, ডিএমপির অতিরিক্ত কমিশনারসহ পাঁচটি মেডিকেল কলেজ ও ভর্তি পরীক্ষার কেন্দ্রের প্রতিনিধি, ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা।
এর আগে গত ২৪ মার্চ স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ আবদুল কাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ এপ্রিল (শুক্রবার) ২০২১-২২ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজসমূহে এমবিবিএস কোর্সে শিক্ষার্থীদের ভর্তির জন্য দেশের ১৯টি পরীক্ষা কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে ভর্তি পরীক্ষার কেন্দ্র ও ভেন্যুসমূহ পরিদর্শনের জন্য বিভিন্ন কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
পরিদর্শকদের কার্যপরিধি
ক. ভর্তি পরীক্ষা সুষ্ঠভাবে সম্পাদনের লক্ষ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের দিন সকাল ৮টার পূর্বে কেন্দ্রে/ভেন্যুতে উপস্থিত হয়ে ভর্তি পরীক্ষা কার্যক্রম তদারকি করা।
খ. পরীক্ষা শেষ হওয়ার পর নিযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে উত্তরপত্র নিয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের উদ্দেশ্যে রওয়ানা দেওয়া পর্যন্ত কেন্দ্রে/ভেন্যুতে উপস্থিত থাকা।
গ. পরিদর্শন টিমের সদস্যগণ কর্তৃক স্ব-স্ব কেন্দ্রের পরিদর্শন প্রতিবেদন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করা।
ঘ. ভর্তি পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে কোভিড-১৯ ন্যাশনাল টেকনিক্যাল এ্যাডভাইজরি কমিটি কর্তৃক প্রণীত স্বাস্থ্যবিধির গাইডলাইন যথাযথভাবে অনুসরণের বিষয়টি তদারকি করা।
ঙ. অতিরিক্ত সচিব দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রের আওতাধীন ভেন্যুসমূহের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।
চ. কট্রোল রুমে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ প্রয়োজনে যে কোন কেন্দ্রে/ভেন্যুতে গমন করবেন।
ছ. ভর্তি পরীক্ষায় কেন্দ্রে পরিদর্শন টিমের কোন সদস্যের সন্তান/নিকটতম আত্নীয় বর্ণিত পরীক্ষায় পরীক্ষার্থী থাকলে তাকে পরিদর্শকের দায়িত্ব পালন থেকে বিরত থাকতে হবে এবং বিষয়টি আবশ্যিকভাবে চিকিৎসা শিক্ষা-১ শাখাকে অবহিত করতে হবে।
‘জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং কর্মকর্তাগণ বিধি-মোতাবেক স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে সম্মানি এবং স্ব-স্ব কর্মস্থল থেকে টিএ/ডিএ প্রাপ্য হবেন’, বলা হয় আদেশে।