মহা পবিত্র বিশ্ব ফাতেহা শরীফ ২০২২। সফল করার লক্ষে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত

 

নিজস্বপ্রতিবেদক।। জাকের পার্টির প্রতিষ্ঠাতা,হযরত মাওলানা খাজা বাবা ফরিদপুরী (কু,ছে,আ:) সাহবের মহা পবিত্র ফাতেহা শরীফ ২০২২ উপলক্ষ্যে গতকাল বরিশাল বিভাগীয় যুব সেচ্ছাসেবক ফ্রন্টের মিশন ও আলোচনা সভা ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উজিরপুর নতুন শিকারপুর বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুর কমপ্লেক্সে ফাতেমা শরীফের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট বরিশাল বিভাগের সভাপতি,নাজমুল হক মুন্না’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি মোশাররফ হোসেন সপ্বন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব স্বেচ্ছাসেবক ফ্রণ্ট সহ সাধারণ সম্পাদক মো : আজিজুল শিকদার, বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ আহসানুল হক মমিন, বরিশাল জেলার J.S.F সভাপতি সাংবাদিক মোঃ শামীম মীর, সম্পাদক মতিন দেওয়ান, সাবেক সভাপতি মিজানুর রহমান ভোলা জেলার সাধারণ সম্পাদক,মো রাব্বি,সহ সভাপতি মিজানুর রহমান প্রমুখ