শামীম মীর, বরিশাল ।। গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের বিভিন্ন দাখিল মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয়ে  গরীব-অসহায় মেধাবী শিক্ষার্থীদের  ২০২২ শিক্ষাবর্ষের  এস.এস.সি পরীক্ষার্থীদের ফরম পূরনের জন্য  ৯৭ জন গরীব-অসহায় ছাত্র-ছাত্রীদের ৮৫,৬০০/= টাকা দিয়ে সহযোগিতা করে পাশে দাঁড়ালেন ও সরিকল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও  নারায়ণগঞ্জ-৪  সংসদ সদস্য  এমপি শামীম ওসমানের একান্ত সচিব হাফিজুর রহমান মান্নার নিজ অর্থায়নে এস.এস.সি পরীক্ষার্থীদের ফরম পূরণ করানোর সহযোগীতার হাত বাড়িয়ে দিলেন।

এসময় উপস্থিত ছিলেন  সরিকল ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের  প্রধান  শিক্ষক , সহকারী শিক্ষক , ইউনিয়নের আওয়ামী লীগ যুবলীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দ।

  শরিকল  মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, হাফিজুর রহমান মান্না জানান, অধিকাংশ সময় দেখা যায় যোগ্যতা থাকলেও আর্থিক অভাবের কারণে পিছিয়ে পড়েন বহু মেধাবী ছাত্র-ছাত্রী । একই ছবি ধরা পড়ছে বিভিন্ন সময় তাই এবার অসহায়  ৯৭ জন মেধাবী ছাত্র-ছাত্রীদের ৮৫,৬০০/= টাকা দিয়ে  এস.এস.সি পরীক্ষার্থীদের ফরম পূরণ করার  ব্যবস্থা করেছি।  গরীব-অসহায় মেধাবী ছাত্র-ছাত্রী পিছিয়ে  না পড়েন।

বুকে দেশপ্রেম আর মানুষের জন্য কিছু করার ইচ্ছে,  মেধাবীদের সন্ধানে আমাদের অগ্রযাত্রা এই শ্লোগান কে সামনে রেখে এগিয়ে যাচ্ছে।  আলো ছড়াবে গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে, হাসি ফুটবে তাদের বাবা-মার মুখে।