গৌরনদী প্রতিনিধি।। ঈদ সামনে রেখে গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নে ফরিদ উদ্দিন আহাম্মেদ ও শামসুন নাহার রানী ফাউন্ডেশন এর উদ্যোগে ঈদের খাদ্য সামগ্রী নগদ টাকা ও বস্ত্র বিতরণ করেন ফাউন্ডেশনের সভাপতি নুরুল আলম ও সম্পাদক ইউনিয়ন যুবলীগ সভাপতি জানে আলম । এসময় অসহায় গরিব মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে সেবামূলক ফাউন্ডেশন। ঈদ উপলক্ষে খাদ্যসামগ্রী ছাড়াও শাড়ি, লুঙ্গি, নগদ টাকা বিতরণ করা হয়। এর আগে ফাউন্ডেশন টি পক্ষ থেকে মাহে রমজান ইফতার সামগ্রী বিতরণ করেন। করোনায় ক্ষতিগ্রস্ত ও শীতার্তদের মাঝে আর্থিক অনুদান ও শীতবস্ত্র বিতরণ করা হয়।