এম.এ.আর.নয়ন: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ঐতিহ্যবাহী উথলী মাধ্যমিক বিদ্যালয়ে ২০২২ সালের এসএসসি (সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৬ই জুন) সকাল ৮টার সময় বিদ্যালয় চত্বরের মুক্ত মঞ্চে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উথলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়টির পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল মান্নান পিল্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি মোবারক সোহেল আহাম্মদ প্রদীপ, সিনিয়র শিক্ষক গোলাম ফারুক মিল্টন এবং পরিচালনা পর্ষদের সদস্য আব্দুস সালাম মন্টু। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন ৮ম শ্রেণির ছাত্র তাওসিফ আহম্মেদ। এসএসসি পরীক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন সিদরাতুল মুনতাহা ও সাকিবুল হাসান। এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকামণ্ডলী এবং সকল শ্রেণির ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক অহিদুল হক স্বপন। এবার উথলী মাধ্যমিক বিদ্যালয় থেকে জেনারেল ও ভোকেশনাল শাখা মিলিয়ে এসএসসি পরীক্ষায় মোট ১২৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।