এম.এ.আর.নয়ন: চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ফেন্সিডিলসহ এক কিশোরকে আটক করেছে। সোমবার (২৭শে জুন) দুপুরে উপজেলার রায়পুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত শাকিল মিয়া (১৭) জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের সদরপাড়া গ্রামের ফারুকের ছেলে।

পুলিশ জানায়, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেকের নির্দেশে এসআই কেরামত আলী, এএসআই সাইদুজ্জামান, এএসআই মোখলেছুর রহমান এবং এএসআই ইউনুস আলী সঙ্গীয় ফোর্সসহ সোমবার দুপুর ২টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরে গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালে ওই গ্রামের একটি ধানক্ষেতের সামনে রায়পুর টু খালিশপুরগামী পাকা রাস্তার উপর পেয়ারাভর্তি একটি আলমসাধুর গতিরোধ করে তল্লাশি চালিয়ে ১০৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং উদ্ধারকৃত আলামতসমূহ জব্দ করা হয়। আটক করা হয় আইনের সাথে সংঘাতে জড়িত কিশোর শাকিলকে। এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।