এম.এ.আর.নয়ন: চুয়াডাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত এক জন চিকিৎসাধীন রয়েছেন। শনিবার দুপুরে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কে চুয়াডাঙ্গা যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুই জন এবং চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক জনের মৃত্যু হয়। নিহতরা হলেন, চুয়াডাঙ্গা পৌরশহরের ফার্মপাড়ার সিরাজুল ইসলামের ছেলে টুনু হোসেন আনন্দ (২২), নুরনগর কলোনীপাড়ার কিতাব আলীর ছেলে মিঠু মিয়া (২৩) ও সিরাজগঞ্জের উল্লাপাড়ার মনোরঞ্জন হালদারের ছেলে মুক্তা হালদার (২৮)। এ ঘটনায় রাজশাহীর বাঘমারা এলাকার আলাউদ্দিন বিশ্বাসের ছেলে রনি আহমেদ (৩৫) আহত হয়েছেন। নিহত মুক্তা ও আহত রনি এভারেস্ট ফার্মাসিউটিক্যালস কোম্পানির প্রতিনিধি। স্থানীয়সূত্রে জানা যায়, শনিবার দুপুরে আনন্দ ও মিঠু মোটরসাইকেলযোগে ঝিনাইদহ অভিমুখের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি ইজিবাইককে ওভারটেক করতে গেলে সামনে থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর আনন্দ ও মিঠু ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। আহত হন মুক্তা ও রনি। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মুক্তা মৃত্যুবরণ করেন। আশঙ্কাজনক অবস্থায় রনিকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।