এম.এ.আর.নয়ন: ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর বাসস্ট্যান্ডে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক কছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিরার (৩১শে জুলাই) সকালে শুল্ক ফাঁকি দিয়ে আমদানিকৃত ৫টি স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। আটককৃত রবিউল ইসলাম (৬৮) ঝিনাইদহের মহেশপুর উপজেলার গুড়দা গ্রামের মোকছেদ আলীর ছেলে। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনায়কের পক্ষে অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর বিশেষ টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার সকাল ৯টার সময় হাবিলদার সৈয়দ আমিনুল হকের নেতৃত্বে ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর বাসস্ট্যান্ডে অবস্থান গ্রহণ করেন। এ সময় জীবননগর অভিমুখী হাজি ডিলাক্স নামের একটি বাস খালিশপুর বাসস্ট্যান্ডে পৌঁছালে বাসটিতে তল্লাশিকালে সন্দেহভাজন বাসের এক যাত্রীকে জিজ্ঞাসাবাদ করে বিজিবি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সন্দেহভাজন ব্যক্তিটি স্বীকার করে যে, তার কাছে শুল্ক ফাঁকি দিয়ে আমদানিকৃত স্বর্ণের বার রয়েছে।

অতঃপর খালিশপুর বাসকাউন্টারে কর্মরত উপস্থিত ব্যক্তিবর্গের সম্মুখে তার শরীরের সাথে গোপনে সংরক্ষিত স্বর্ণের বারগুলো বের করার জন্য বলা হলে সে তার পরিহিত লুঙ্গির নীচের জাঙ্গিয়া এর ভিতর হতে খাকি কসটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ৫টি স্বর্ণের বার বের করে দেয় যার সর্বমোট ওজন ৫৮২.৬৮ গ্রাম। অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে এই স্বর্ণের বার বহন ও ব্যাবসার অপরাধে বিজিবি টহল দল তাকে আটক করে। আটককৃত ব্যক্তির কাছ থেকে উদ্ধারকৃত ৫টি স্বর্ণের বার, ১টি নোকিয়া মোবাইল ফোন, নগদ ৩৯৫ টাকা, ১টি এনআইডি কার্ড এবং ১টি কোভিড-১৯ কার্ডসহ তাকে মহেশপুর থানায় সোপর্দ ও মামলা দায়ের করার কাযর্ক্রম প্রক্রিয়াধীন রয়েছে।