
এম.এ.আর.নয়ন: ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ৫৫৯ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিলসহ হৃদয় খাঁন (২২) নামের এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার সময় তাকে আটক করা হয়। আটককৃত হৃদয় খাঁন চুয়াডাঙ্গা পৌরশহরের হক পাড়ার মুনসুর আলীর ছেলে। রবিবার (৩১শে জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে র্যাব।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার সময় ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে ঝিনাইদহ-মাগুরাগামী মহাসড়কের উপর চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি মোটরসাইকেলের গতিরোধ করে হৃদয় খাঁন নামের এক যুবককে আটক করা হয়।
এ সময় তার হেফাজত হতে ৫৫৯ বোতল ফেন্সিডিল, ১টি মোটরসাইকেল, নগদ ৮৬০ টাকা, ২টি মোবাইল এবং ৪টি সিমকার্ড উদ্ধারপূর্বক তা জব্দ করা হয়। জব্দকৃত আলামতসহ আটককৃত আসামিকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।